শনিবার, ২১ মার্চ, ২০২০

২০১৭ সালের এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উখিয়া উপজেলায় প্রতিবারের মত এবারও শীর্ষস্থান অর্জন করেছে। আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।

২০১৭ সালের এসএসসিতে আমাদের বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে ১৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন সহ মোট ২১ জন জিপিএ - ৫ পেয়ে উখিয়া উপজেলায় প্রতিবারের মত এবারও শীর্ষস্থান অর্জন করেছে।

বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের তালিকা সব বিষয়ে এ + প্রাপ্ত ছাত্রছাত্রীদের।

তালিকা ঃ
১) সুমাইয়া বিনতে রহিম রাবা
২) আবির মোস্তাফা
৩) ফারহা রেজা সিলভী
৪) আলেয়া আক্তার পুষ্প
৫) ওলফাত জাহান
.
এ+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের তালিকা ঃ
৬) তাসমিন আক্তার
৭) জান্নাতুল নাঈম মন্টি
৮) অভিজিৎ বড়ুয়া তুহিন
৯) ইমরানুল হক স্বপ্ন
১০) মাইদুল ইসলাম মনি
১১) শাহরিয়ার নাফিস
১২) নুরুল হক
১৩) মোহাম্মদ ইমরান
১৪) মোঃ রিফাত
১৫) মোহাম্মদ আলী
.
ব্যাবসায় বিভাগ বিভাগ হতে এ + প্রাপ্ত ছাত্রছাত্রীদের তালিকা:
১৬) শামীমা সুলতানা মুনা
১৭) নাদিয়া মুস্তারী
১৮) সাদেকা ইয়াছমিন
১৯) ইয়াসমিন আক্তার
২০) জ্যাক বড়ুয়া বাপ্পু
২১) মোহাম্মদ আশেক।
.
তোমাদের ভালো ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় পরিবার হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমরা তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
Ready to next mission.
Best of Luck Dear students.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০১৭ সালের এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উখিয়া উপজেলায় প্রতিবারের মত এবারও শীর্ষস্থান অর্জন করেছে। আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।

২০১৭ সালের এসএসসিতে আমাদের বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে ১৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন সহ মোট ২১ জন জিপিএ - ৫ পেয়ে উখিয়া উপজে...